ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

জমি কেনা-বেচা করতে পারবে কিউবানরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, নভেম্বর ৩, ২০১১
জমি কেনা-বেচা করতে পারবে কিউবানরা

হাভানা: এখন থেকে জমি কেনা-বেচা করতে পারবে কিউবান জনগণ। কিউবায় বিপ্লব পরবর্তীতে এতোদিন পর্যন্ত জমি কেনা-বেচা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল।

কিন্তু এবারই প্রথমবারের মতো কিউবার জনগণ জমি কেনা-বেচার অনুমতি পেল।

মুক্ত বাজার অর্থনীতির এই যুগে ভূমি ব্যবস্থার সংস্কার অনেকটাই জরুরী। কিউবায় মার্ক্সিস্ট অর্থনীতির প্রবৃদ্ধির জন্যই প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রো এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয় দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা থেকে।

কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানামাতে বলা হয়, ‘আগামী ১০ নভেম্বর থেকে কার্যকর হবে নতুন এই আইন। ’

তবে এই আইন কার্যকর হবে শুধুমাত্র কিউবার স্থায়ী বাসিন্দাদের জন্যই। আইনের বিশদ ব্যাখ্যা দেওয়া হবে সরকারিভাবে প্রকাশিত প্রজ্ঞাপনে।

এর আগে কিউবাতে জমি কেনা-বেচার কোনো নিয়ম ছিল না। তবে কেউ যদি জমি কেনা-বেচা করতে চাইতো সেক্ষেত্রে অন্যের জমির সঙ্গে নিজের জমির বিনিময় করতে হতো।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।