ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সাইফ লিবিয়া থেকে পালানোর চেষ্টা করছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৮, নভেম্বর ৩, ২০১১
সাইফ লিবিয়া থেকে পালানোর চেষ্টা করছেন

হেগ: লিবিয়ার প্রয়াত নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম তার ভাড়াটে সেনাদের সহযোগিতায় লিবিয়া ছেড়ে পালানোর চেষ্টা করছেন।

গত বুধবার এই আশঙ্কা করেছেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি লুইস মরেনো ওকাম্পো।



জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে পাঠানো এক বিবৃতিতে ওকাম্পো অন্য দেশগুলোকেও সাইফের এই ধরনের পরিকল্পনায় সহযোগিতা না করার আহ্বান জানিয়েছেন।

এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর বেরিয়েছে, সাইফ একটি সামরিক বহর নিয়ে প্রতিবেশী নাইজারে আশ্রয় নিয়ে থাকতে পারেন। তবে এই খবর নির্ভরযোগ্য সূত্রে কখনও নিশ্চিত করা যায়নি।

গত আগস্টের ২৩ তারিখ পর্যন্ত সাইফ রাজধানী ত্রিপোলিতে ছিলেন। এরপর থেকেই তিনি পালিয়ে আছেন।

আইসিসি মধ্যস্থতাকারীর মাধ্যমে সাইফকে আত্মসমর্পণ করানোর চেষ্টা করছে। এই বিষয়টি নিয়ে কৌঁসুলিরা তার সঙ্গে যোগাযোগও করেছেন। সাইফের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

ওকাম্পো আরও জানান, আইসিসি লিবিয়াতে ন্যাটো, অর্ন্তবর্তী পরিষদের (এনটিসি) সেনা এবং গাদ্দাফি সেনাদের বিরুদ্ধেও অভিযোগ খতিয়ে দেখছে। তবে ন্যাটোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনও অভিযোগের উল্লেখ করেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।