রোডস: ফিলিস্তিনের গাজা উপত্যকার অধিবাসীদের জন্য আসা দুটি ত্রাণবাহী জাহাজকে ঢুকতে না দেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল।
চার বছরের অবরোধ ভেঙে আন্তর্জাতিক মানবাধিকার কর্মী এবং সাংবাদিক নিয়ে ত্রাণবাহী দুটি জাহাজ গত বুধবার তুরস্ক থেকে রওনা দিয়েছে।
ইসরায়েলের সামরিক বিভাগের মুখপাত্রের কার্যালয় থেকে বৃহস্পতিবার জানানো হয়েছে, তাদের নৌবাহিনী ওই জাহাজ দুটির সঙ্গে যোগাযোগ করবে। গাজা উপত্যকায় পৌঁছানোর আগেই তাদের ঠেকানোর সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।
সামরিক মুখপাত্র লে. কর্নেল আভিতাল লিবোভিচ মানবাধিকার কর্মীদের এই কাজকে উস্কানিমূলক আচরণ বলে বর্ণনা করেছেন।
তবে জাহাজ দুটির গাজায় প্রবেশ ঠেকাতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা জানাননি আভিতাল।
কানাডিয়ান জাহাজ তাহরির ও আইরিশ জাহাজ এমভি সার্সে বুধবার তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বন্দর ফেদাই থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করেছে। তাদের গ্রিসের রোডস দ্বীপের দিকে যাওয়ার অনুমতি দিয়েছে তুরস্ক।
তাহরির জাহাজ কমরো দ্বীপের পতাকা বহন করছে এবং এতে আরোহী রয়েছেন ৬ জন মানবাধিকার কর্মী, একজন ক্যাপ্টেন ও ৫ জন সাংবাদিক।
অপরদিকে, মার্কিন পতাকাবাহী সার্সের আরোহী ১২ জন আইরিশ। তাদের সঙ্গে অবশ্য কোনও সাংবাদিক নেই।
জাহাজটি এখন মাঝপথে রয়েছে বলে জানা গেছে।
জাহাজের আরোহীরা যদিও আশংকা করছেন ইসরায়েলের সরকার তাদের বাধা দিতে পারে। কিন্তু তাদের বিশ্বাস, এই উদ্যোগ গত চার বছর ধরে অবরুদ্ধ গাজাবাসীর দুর্দশার প্রতি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পারবে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১