নয়াদিল্লি: একটি মানচিত্রে অরুণাচল প্রদেশকে চীনের অংশ দেখানো হয়েছে। এই বিষয়টি উল্লেখ করতেই ক্ষেপে গেলেন ভারতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ঝ্যাং ইয়ান।
বৃহস্পতিবার দিল্লির একটি হোটেলে চীনের কয়েকজন ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিলেন চীনা রাষ্ট্রদূত। ভারতে চীনা কোম্পানির বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে মতবিনিময় করছিলেন তারা। সেখানে অনুষ্ঠানসূচি সম্বলিত একটি পুস্তিকা বিতরণ করা হয় যেখানে লাদাখ এবং অরুণাচল প্রদেশকে চীনের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এক ভারতীয় সাংবাদিক এই বিষয়ে চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করলে তিনি ক্ষেপে গিয়ে বলেন, ‘শাট আপ!’
বিষয়টি চীন বিষয়ে ভারতের যুগ্ম-সচিবকে জানানো হলে তিনি তাৎক্ষণিকভাবে তা চীনা রাষ্ট্রদূতকে অবহিত করেন। মানচিত্রটি ঠিক করে নেওয়া হবে বলে নিশ্চিত করেন রাষ্ট্রদূত।
কিন্তু একজন সাংবাদিক আবার বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে ক্ষেপে যান রাষ্ট্রদূত ঝ্যাং।
তবে পরে তিনি শান্ত হয়ে সাংবাদিকদের বলেন, উত্তেজনা বশত এটা হয়ে গেছে।
প্রসঙ্গত, অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সঙ্গে চীনের দ্বন্দ্ব অনেক পুরনো। ১৯১৪ সালে সীমানা নিয়ে ব্রিটেন ও তিব্বতের মধ্যে বিতর্কিত ম্যাকমোহন চুক্তি হয়। চীন এটি কখন্ও মেনে নেয়নি।
পরে অবশ্য ভারত-চীন সম্পর্ক কিছুটা উষ্ণ হয় কিন্তু ১৯৬২ সালে যুদ্ধে পর আবার্ও দ্বন্দ্ব শুরু হয়। ওই যুদ্ধে চীন অরুণাচলের বেশির ভাগ অংশ দখল করে। তবে পরে নিজ থেকেই ম্যাকমোহন লাইন মেনে নেয় এবং ১৯৬৩ সালে ভারতীয় যুদ্ধবন্দিদের মুক্তি দেয়।
১৯৮৬ সালে ভারতের আলাদা প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় অরুণাচল।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১