এথেন্স: ঋণ সঙ্কট কাটিয়ে উঠতে সরকারের ব্যয় সংকোচন নীতির প্রশ্নে গণভোটের প্রস্তাব প্রত্যাহার করার কথা বলেছেন গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রু ।
গ্রিসকে অর্থ সহায়তা দেওয়ার শর্ত হিসেবে সরকারের ব্যয় সংকোচনের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং ইউরোপীয় ইউনিয়ন।
কিন্তু অর্থ সহায়তা দেওয়ার ব্যাপারে আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়ন আগের অবস্থানে অনড় থাকায় বিরোধী এবং নিজ দলের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী।
অবশেষে বৃহস্পতিবার নিজ দলের জ্যেষ্ঠ নেতারাসহ চারজন মন্ত্রী প্রধানমন্ত্রীর পদত্যাগের সুপারিশ করেন। এরপরই পাপান্দ্রু গণভোট প্রস্তাব প্রত্যাহারের আশ্বাস দিলেন।
তিনি বলেছেন, অর্থ সহায়তা পেতে আইএমএফ’র শর্তগুলো নিয়ে তিনি বিরোধীদের সঙ্গে আলোচনায় বসতে চান। গণভোট এই সমস্যার সমাধান নয় বলেও উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার নিজ দলের চারজন প্রভাবশালী মন্ত্রী যার মধ্যে অর্থমন্ত্রী এভানগেলুস ভেনিজেলুসও রয়েছেন, গণভোট প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা প্রধানমন্ত্রীকে পদত্যাগেরও আহ্বান জানিয়েছেন।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের নেতারা বারবার বলছেন, শর্ত না মানলে গ্রিস কখনোই অর্থ সহায়তা পাবে না।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১১