ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কেরালায় বন্যার্তদের সহায়তা দেবে পাঁচ এয়ারলাইন্স 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
কেরালায় বন্যার্তদের সহায়তা দেবে পাঁচ এয়ারলাইন্স  বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছে পাঁচটি এয়ারলাইন্স কোম্পানি।

ঢাকা: ভারতের কেরালায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার ঘোষণা দিয়েছে পাঁচটি এয়ারলাইন্স কোম্পানি। ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে রাজ্যটিতে ক্ষতিগ্রস্তদের জন্য বিনামূল্যে ত্রাণ পরিবহনসহ বিভিন্ন সহায়তার ঘোষণা দিয়েছে আকাশপথের পরিবহন সংস্থাগুলো। 

শনিবার (২৫ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ভয়াবহ বন্যায় সহায়তার জন্য এগিয়ে আসা এয়ারলাইন্সগুলো- ভারতের এয়ার ইন্ডিয়া, জেট এয়ারওয়েজ, এয়ার ভিস্তারা এবং মধ্যপ্রাচ্যের কাতার এয়ারওয়েজ ও এমিরেটস স্কাইকার্গো।

 

জেট এয়ারওয়েজ এক বিবৃতিতে জানায়, কেরালায় পাঠানো আন্তর্জাতিক, অভ্যন্তরীণ যে কোনো ত্রাণ সহায়তার ক্ষেত্রে কোনো পরিবহন মূল্য নেওয়া হবে না। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার সঙ্গে ত্রাণ সরবারহের কাজ করার ঘোষণা দিয়েছে প্লেন সংস্থাটি।  

এদিকে একই ঘোষণা দিয়ে এয়ার ভিস্তারা বরছে, কেরালায় ত্রাণসহ বিভিন্ন মানবিক সহায়তায় বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করছে তারা। এছাড়া সংস্থাটি চিকিৎসক, নার্স ও বিভিন্ন বিশেষজ্ঞদের দুর্গত অঞ্চলে বিনামূল্যে পরিবহনের সুবিধা দিচ্ছে।  

গত সপ্তাহে কাতার এয়ারওয়েজ কর্তৃপক্ষ কেরালার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ টন ত্রাণ দেওয়ার ঘোষণা দেয়।  

সংস্থাটির প্রধান কর্মকর্তা (কার্গো) গুইলাউমে হ্যাললিউকস বলেন, দোহা থেকে যে কোনো ধরনের ত্রাণ সহায়তা পরিবহনে আমরা এগিয়ে এসেছি। প্রাত্যহিক ফ্লাইটে এগুলো বিনামূল্যে পরিবহন করা হচ্ছে।  

এক অফিসিয়াল বিবৃতিতে এমিরেটস স্কাইকার্গো জানায়, ১৭৫ টনের বেশি পণ্যদ্রব্য কেরালায় পরিবহন করা হবে। এসব দ্রব্যের মধ্যে রয়েছে- নৌকা, কম্বল ও শুকনো খাবার। এসব দ্রব্য বিভিন্ন সহায়তাদানকারী সংস্থার মাধ্যমে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করা হবে।

কেরালার ভয়াবহ বন্যায় কয়েকশ’ কিলোমিটার মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্যহত হয়েছে রাজ্যের ট্রেন ব্যবস্থাও।  

চলতি বছরের মে মাসের শেষ থেকে শুরু হওয়া ভারী বর্ষণে রাজ্যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। টানা বর্ষণে ভূমিধস ও বন্যায় প্রাণ হারান কয়েকশ’ মানুষ।  

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।