হাভানা: ওসামা বিন লাদেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র বেতনভুক্ত চর ছিলেন। জর্জ ডব্লিউ বুশ বিশ্বের যে কোনো স্থানে ভয় দেখানোর জন্য লাদেনকে ব্যবহার করেন।
গত বৃহস্পতিবার হাভানায় আয়োজিত লিথুয়ানিয়ার লেখক ডেনিয়েল এস্তুলিন সঙ্গে একটি আলোচনা সভায় কাস্ত্রো এ কথ বলেন।
তিনি আরও বলেন, “যে কোনো সময় জর্জ বুশ ভয় ছড়িয়ে দিতে পারেন এবং বড় বক্তৃতাও ঝাড়তে পারেন। একইসময়ে লাদেনও লোকজনকে হুমকি দিচ্ছে এমন গল্প নিয়ে হাজির হতে পারে। ”
উইকিলিকস এ ফাঁস হওয়া তথ্য সম্পর্কে কাস্ত্রো বলেন, আফগান যুদ্ধের গোপন হাজার হাজার দলিল থেকে “কার্যকরভাবে প্রমাণিত হয় যে, লাদেন একজন সিআইএ’র চর ছিলেন। ”
কিউবার সাবেক এই প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের এক নম্বর শুত্র“। সিআইএ’র লোকজন বহুবার তাকে গুপ্তহত্যার চেষ্টা করে। তিনি বারবারই বেঁচে যান।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৬৩২ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১০