ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সিরিয়ার রাস্তায় ট্যাংক, গুলিতে নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪০, নভেম্বর ৪, ২০১১

দামাস্কাস: ট্যাংকে বসানো মেশিন গানের গুলিতে সিরিয়ার হোম শহরে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

যুক্তরাজ্য ভিত্তিক এক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, বাবা আমর জেলায় মেশিনগানের ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটেছে।



বৃহস্পতিবার শহরের অন্যান্য অংশেও সহিংস অবস্থা বিরাজ করছিলো।

আরব লীগের পরিকল্পনা অনুযায়ী শহরাঞ্চল থেকে সিরিয়ান কর্তৃপক্ষ সেনা সরিয়ে নিতে সম্মত হওয়ার এক দিন পরই এ ঘটনা ঘটলো।

ওই পরিকল্পনা অনুযায়ী শহর থেকে সেনা সরিয়ে নেওয়ার পাশাপাশি সিরিয়ান কর্তৃপক্ষের অবিলম্বে সকল প্রকার হত্যাকা- বন্ধ করার কথা।

আরব লীগ বলেছে, সিরিয়া সরকার সকল রাজনৈতিক বন্দিকে মুক্তি দিতে সম্মত হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে বিরোধী পক্ষের সঙ্গে তার সংলাপ শুরু করারও কথা দিয়েছে।

এছাড়া সাংবাদিক, মানবাধাধিকার গ্রুপ ও আরব লীগ প্রতিনিধিদের দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণের সুযোগ দিতেও সম্মত হয়েছে তারা।

বর্তমানে দেশটিতে মিডিয়া কর্মীদের চলাচল ঝুঁকিপূর্ণ এবং তথ্য সরবরাহও নিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।