ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

চীনে খনি বিস্ফোরণে নিহত ৪, নিখোজ অর্ধশত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, নভেম্বর ৪, ২০১১
চীনে খনি বিস্ফোরণে নিহত ৪, নিখোজ অর্ধশত

সাংহাই: চীনের একটি কয়লা খনি বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অর্ধশত খনি শ্রমিক নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানায় চীনা কর্তৃপক্ষ।



হেনান প্রদেশের সানমেনজিয়া শহরের একটি কয়লা খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম থেকে জানানো হয়, ‘মৃদু ভূকম্পন শুরু হলে পাথর বিস্ফোরণ শুরু হয়। হঠ্যাৎ করেই কয়লা খনির অভ্যন্তরের গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। ’

চীনে প্রতিবছর কয়লা খনি বিস্ফোরণে কয়েকশত খনি শ্রমিক মারা যায়। বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ শিল্প এটি এবং এর নিরাপত্তাজনিত ব্যবস্থাও অনুন্নত।
 
চলতি সপ্তাহের গোড়ার দিকে হেনান প্রদেশের আরও একটি কয়লা খনি বিস্ফোরণে ২৯ জন শ্রমিক মারা যায়। কিন্তু এবিষয়ে চীনা সরকার বারবারই অবৈধ খনি মালিকদের দোষারোপ করে যাচ্ছে। খনিতে কর্মরত শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে নেই কোনো সুনির্দিষ্ট নীতিমালা।

রাষ্ট্রায়ত্ব ইমা কয়লা গ্রুপের একজন মুখপাত্র একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘নিখোঁজ খনি শ্রমিকদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। প্রায় ১৪ জনের মতো মানুষ বিস্ফোরণের সময় পালিয়ে যেতে পেরেছে। ’

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।