ওয়াশিংটন: মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে সাইবার গুপ্তচর বৃত্তিতে সবচে সক্রিয় চীন এবং রাশিয়া। কোম্পানির বিভিন্ন তথ্য চুরি যাওয়ার পেছনের মূল হোতা এই দুই দেশ।
যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গুপ্তচর প্রতিরোধ বিভাগের নির্বাহী রবার্ট ব্রায়ান্ট সাংবাদিকদের বলেছেন, ‘অনলাইন গুপ্তচরবৃত্তি আমাদের অর্থনীতির জন্য বড় ভয়। ’
তবে যুক্তরাষ্ট্রে চীন ও রাশিয়ার দূতাবাস এই অভিযোগ অস্বীকার করেছে।
সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে, ফরেন স্পাইস স্টিলিং ইউএস ইকোনমিক সেকরেটস ইন সাইবারস্পেস। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ব্যক্তিমালিকার প্রতষ্ঠিান এবং ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাদের কম্পিউটার নেটওয়ার্কে ব্যাপকভাবে অনধিকার প্রবেশ করা হচ্ছে। আর এর বেশিরভাগই চীনারা করছে বলে তাদের দাবি।
অবশ্য তারা এই গুপ্তচর বৃত্তির জন্য সুনির্দিষ্ট কাউকে সনাক্ত করতে পারেনি।
প্রসঙ্গত, সবচে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল ২০১০ সালে অভিযোগ করেছিল, চীনা হ্যাকাররা তাদের গুরুত্বপূর্ণ অনেক তথ্য চুরি করেছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১১