ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রিটেনের ৯০ লাখ মানুষ কখনো ইন্টারনেট ব্যবহার করেনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
ব্রিটেনের ৯০ লাখ মানুষ কখনো ইন্টারনেট ব্যবহার করেনি

লন্ডন: ব্রিটেনের ৯০ লাখের বেশি মানুষ কখেনো ইন্টারনেট ব্যবহার করেননি। জাতীয় পরিসংখ্যান (ওএনএস) কার্যালয়ের পরিচালিত এক জরিপ থেকে এতথ্য জানাগেছে।



জরিপ থেকে জানাগেছে, বয়স্ক, বিধবা এবং স্বল্প আয়ের লোকজন ইন্টারনেট ব্যবহার করেন না।

ওএনএস জরিপে দাবি করা হয়, প্রযুক্তিতে এখনো প্রজন্মের মতগত পার্থক্য রয়েছে। এ কারণে ১৬ থেকে ২৪ বছরের ছেলে-মেয়ে যারা কখেনো ইন্টারনেট ব্যবহার করে না তাদের সংখ্যা মাত্র এক শতাংশ। সেখানে ৬৫ বছরের বেশি ব্যক্তির সংখ্যা ৬০ শতাংশ।
বর্তমানে তিন কোটি ৮০ লাখের বেশি ব্রিটেনের প্রাপ্ত বয়স্ক অনলাইন ব্যবহার করেন। এর মধ্যে ৩ কোটি প্রাপ্ত বয়স্ক প্রতিদিন নেট ব্যবহার করেন।

ওএনএস এর কর্মকর্তা মার্ক উইলিয়াম জানান, আমরা দেখতে পাচ্ছি ২০০৬ সাল থেকে থেকে খুব দ্রুত ইন্টারনেট ব্যবহারকারি বাড়ছে। ব্যবহারকারীদের মধ্যে প্রাপ্তবয়স্কদের হার মোট ব্যবহারকারীর দ্বিগুন।

একটি দাতব্য প্রতিষ্ঠানের পরিচালক মিশেল মিটসেল বলেন অনেক বয়স্ক ব্যক্তি ইন্টারনেট ব্যবহার করতে ইতস্তত বোধ করেন।  

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, আগস্ট ২৯,২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।