সিডনি: অস্ট্র্রেলিয়ার অভিবাসন কেন্দ্রে রোববার অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুখোশ পড়ে ও হাতে লাঠি নিয়ে কিছু লোককে ভবনটির ছাদে আগুন নেভাতে দেখা গেছে।
অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং করপোরেশন জানায়, ডারউইন অভিবাসন আটক কেন্দ্রের একটি অংশে ৫শ’ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশি অবস্থান করছিল। সেখানেই অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। তবে আগুন এখন নিয়ন্ত্রণে আছে।
ঘটনা নিয়ন্ত্রণে জরুরি সেবা বিভাগের সঙ্গে কাজ করা হচ্ছে জানালেও এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানায় অভিবাসন বিভাগ।
একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেন্দ্রের কাজ এগিয়ে চলছে। ’
নৌকায় করে অষ্ট্রেলিয়ায় আসা লোকদের বাধ্যতামূলকভাবে আটকাবস্থায় থাকার নীতি চালু আছে।
এ সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ায় মূল ভূখন্ডে তাদের জন্য একটি অভিবাসন কেন্দ্র খোলার চাপ রয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫১১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০