ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প -

ইকুয়েডরে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৫টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৪টা ১৭ মিনিটে) ইকুয়েডর ও পেরুর সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। এসময় কয়েকজন আহত হয়েছেন। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, পশ্চিম ইকুয়েডরের কাছাকাছি গুয়াকুইল শহরে প্রথম ভূকম্পন অনুভূত হওয়ার ২৫ মিনিট পরে আফটার শক অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইকুয়েডরের প্রেসিডেন্ট লেনিন মোরেনো জানিয়েছেন, প্রাথমিকভাবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ছয়জন আহত হয়েছেন। দু’টি স্বাস্থ্য কমপ্লেক্সসহ ছয়টি বাড়ির ক্ষতি হয়েছে।  

দুর্ঘটনা এড়াতে বিমানবন্দর ও টানেল বন্ধ রাখা হয়েছে। এছাড়া বিদ্যুৎ সংযোগও বন্ধ রাখা হয়েছে।

প্রতিটি রাজ্যে উদ্ধারকারী দলকে প্রস্তুত রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।