ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে আইএস’র হামলায় ৫ জেলে নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৯
ইরাকে আইএস’র হামলায় ৫ জেলে নিহত আনবার প্রদেশের মানচিত্র

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ১০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত থের্থার হ্রদের নিকটবর্তী স্থানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলায় পাঁচজন জেলে নিহত হয়েছে।

আনবার প্রদেশের নিরাপত্তা পরিষদের প্রধান নাঈম কাউদ জানান, শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জঙ্গিরা জেলেদের বসবাসের স্থানটিতে হামলা চালায়। এ ঘটনার পরে বন্দুকযুদ্ধে জঙ্গিগোষ্ঠীর তিন সদস্য আহত হয়েছেন।

ইরাকের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

সিরিয়া থেকে শত শত আইএস যোদ্ধা বর্তমানে ইরাকে অবস্থান করছে।

এপি’র শুক্রবারের (২২ ফেব্রুয়ারি) প্রতিবেদন থেকে জানা যায়, দেশটিতে ইতোমধ্যে ৫ থেকে ৭ হাজার জঙ্গি অবস্থান করছে। জঙ্গিরা মূলত গ্রামাঞ্চলের দিকে হামলা, অপহরণ ও হত্যা চালায়।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১৯
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।