লাহোর: পাকিস্তানের পূর্বাঞ্চলের শহর লাহোরে তিনটি আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে পৌছেছে। হামলায় ২৮১ জন আহত হয়েছেন।
পবিত্র রমজান মাসে ইফতারের সময় বুধবার হাজার হাজার শিয়াদের ধর্মীয় মিছিল লক্ষ্য করে তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
লাহোরের উদ্ধার সংস্থার মুখপাত্র ফাহিম জেহানজেব বার্তা সংস্থা এএফপিকে জানান, বোমা হামলায় ৩১ জন নিহত ও ২৮১ জন আহত হয়েছেন। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
বন্যাকবলিত পাকিস্তানে এটাই ভারত সীমান্তবর্তী শহর লাহোরে সবচেয়ে ভয়াবহ হামলা।
লাহোরে আশি লাখ মানুষ বাস করে। আল কায়দা এবং তালেবান বিদ্রোহীদের হামলায় দেশজুড়ে গত তিন বছরে তিন হাজার ৫‘শ এর বেশি মানুষ নিহত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০