ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দলের নেতৃত্ব নিতে আমি প্রস্তুত: ডেভিড মিলিব্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০

লন্ডন: ব্রিটেনের লেবার দলের নেতৃত্বে যেতে চান ডেভিড মিলিব্যান্ড। বৃহস্পতিবার তিনি বলেন, ‘টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের দিন শেষ।

আমি দলের নেতৃত্ব নিতে প্রস্তুত আছি। ’
 
লেবার দলের নতুন নেতৃত্বের সন্ধানে বুধবার ভোটগ্রহণ শুরু হয়েছে। ১৩ বছর ক্ষমতায় থাকার পর গতমাসে ক্ষমতা থেকে সড়ে দাড়ান সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডেভিড মিলিব্যান্ড।

সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের আত্মজীবনী প্রকাশের পর মিলিব্যান্ড দলের নেতৃত্বে যাওয়ার প্রচারাভিযানে নামেন। তবে তিনি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তার ছোট ভাই ইড মিলিবেন্ডের কাছে। গত মে মাসে ব্রাউনের পদত্যাগের পর ইড আলোচনায় আসেন।

লেবার দলের এক লাখ ৬০ হাজার সদস্যের কাছে ব্যালট পেপার পাঠানো হয়েছে। আগামী ২৫ সেপ্টেম্বর দলের বার্ষিক সম্মেলনের আগে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

ব্রাউন সরকারের সময় পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেছেন ডেভিড মিলিব্যান্ড। তিনি ব্লেয়ার সরকারের সময়ও শক্ত অবস্থানে ছিলেন।

অন্যদিকে ব্রাউন সরকারের জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন ইড মিলিব্যান্ড।

বাংলাদেশ সময়: ১৪৪৫ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।