সিডনি: অস্ট্রেলিয়ার লেবার দলকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাসমানিয়ার স্বতন্ত্র মন্ত্রী অ্যান্ড্রু উইলকি। সংখ্যালঘু সরকার গঠনে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের ৭৪টি আসন প্রয়োজন।
শরণার্থীদের ক্ষেত্রে মনোভাবসহ লেবার দলের নীতি বিষয়ে উইলকি এখনও উদ্বিগ্ন। কিন্তু যথাযথ দল গঠনে দলের প্রচার কাজে তিনি সংসদীয় শর্তগুলোই ব্যবহার করছেন।
আগামী তিন বছরের জন্য লেবার দলের স্থিতিশীল সরকার গঠনের সর্বোচ্চ সুযোগ আছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ‘আমি এএলপিকে (অস্ট্রেলিয়ান লেবার পার্টি) সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি গিলার্ডের ভবিষৎ লেবার সরকারকে ভোট দিতে যাচ্ছি। ’
গ্রামীণ অন্য তিন স্বতন্ত্র মন্ত্রীর মধ্যে অন্যরাও লেবার দলকে সমর্থন জানাবেন বলে উইলকি আশা প্রকাশ করেন।
তার সমর্থন লেবার দলের জন্য প্রয়োজনীয় ৭৪ আসনের মধ্যে যোগ হবে।
এদিকে বুধবার অস্ট্রেলিয়ার গ্রিন দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি স্বাক্ষর করে লেবার দল। এর ফলে হাউস অব রিপ্রেজিন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেতে গ্রামীণ স্বতন্ত্র তিন মন্ত্রীর মধ্যে দু’জনের সমর্থন প্রয়োজন দলটির ।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১০