ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ব্যাবিলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, জুলাই ৬, ২০১৯
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় ব্যাবিলন প্রাচীন ব্যাবিলন/গ্রাফিক্স ছবি

বিশ্বসভ্যতার ইতিহাসে প্রাচীন মেসোপটেমিয়ার গুরুত্ব অপরিসীম। আধুনিক ইরাকের অন্তর্গত মেসোপটেমিয়ার একটি রাজ্য ছিল ব্যাবিলন। ঝুলন্ত উদ্যানের জন্যও ছিল বিখ্যাত। নানান কারণে গুরুত্বপূর্ণ এক সময়ে বিশ্বের সবচেয়ে বড় শহর ব্যাবিলনকে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করেছে ইউনেস্কো।

আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৩তম সভায় এ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত হয়। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় এখন ১৬৭টি দেশের ১ হাজার ৯২টি স্থান অন্তর্ভুক্ত রয়েছে।

অনেক দেরিতে হলেও বিশ্বসভ্যতার ঐতিহ্যবাহী এ নগরীকে স্বীকৃতি দিলো ইউনেস্কো। সেই ১৯৮৩ সাল থেকে চার হাজার বছরের পুরনো এ শহরকে যুক্তরাষ্ট্রের মর্যাদাসম্পন্ন এ তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টা চালাচ্ছিল ইরাক। এক সময় পৃথিবীর সপ্তাশ্চর্যের তালিকায় ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। তবু স্থান পাচ্ছিল না। তবে ইউনেস্কো ব্যাবিলনের আদি নিদর্শনগুলো খুব নাজুক অবস্থায় আছে জানিয়ে সেগুলো সংস্কারের কথা বলেছে।

এবার এ তালিকায় এখন পর্যন্ত ব্যাবিলন ছাড়াও অন্তর্ভুক্ত হয়েছে চীনের ইয়ালু নদীর পরিযায়ী পাখিভর্তি মোহনা ও আইসল্যান্ডের অত্যাশ্চর্য ভ্যানুওয়াকিড ন্যাশনাল পার্ক।

এ সভা চলবে ১০ জুলাই পর্যন্ত। এর মধ্যে আরো কিছু বিখ্যাত জায়গা, স্থাপনা এ তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

বাংলাদেশ সময়: ০৫৪৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।