নিউ ইয়র্ক: নিউ ইয়র্ক শহরের দুই তৃতীয়াংশ অধিবাসী চান না ৯/১১ জঙ্গি হামলা স্থলে মুসলিম কমিউনিটি সেন্টার এবং মসজিদ নির্মাণ করা হোক। নিউ ইয়র্ক টাইমসের এক জরিপে এ কথা বলা হয়।
জরিপে বলা হয়, গ্রাউন্ড জিরোতে ওই ১৩ তলার কমপ্লেক্স নির্মাণ মুসলিম মৌলবাদকে উস্কে দেবে।
টাইমস জানায়, হামলার প্রায় নয় বছর পরও মুসলিম সংকৃতি ভীতির সৃষ্টি করছে। অনেক আমেরিকান এখনো ইসলামের সঙ্গে সম্পর্ক সহজ করতে পারেননি।
পাঁচভাগের একভাগ নিউ ইয়র্কবাসী মুসলমানদের শত্রু মনে করেন। জরিপে অংশ নেওয়া ৩৩ ভাগ মনে করেন মুসলমানরা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল। ৬০ ভাগ জানান, ৯/১১ হামলার পর মুসলমানদের প্রতি তাদের নেতিবাচক মনোভাব সৃষ্টি হয়েছে।
ভবন নির্মাণের বিরোধী ৫০ ভাগ ওয়াল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকে দুটি ব্লক নির্মাণের বিরোধিতা করেন। যদিও অধিকাংশ মনে করেন ডেভেলপারদের তা করার অধিকার রয়েছে। ৩৫ ভাগ এর সমর্থন করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিউ ইয়র্কে খুবই জনপ্রিয়। কিন্তু গ্রাউন্ড জিরোতে মুসলিম সম্মেলন কেন্দ্র ও মসজিদ নির্মাণের সিদ্ধান্তে নিউ ইয়র্কে ওবামার সমর্থদের বিভক্ত করেছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১০