ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি বাদশাহের দেহরক্ষীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
সৌদি বাদশাহের দেহরক্ষীকে গুলি করে হত্যা

ঢাকা: সৌদি আরবের বাদশাহ সালমানের দেহরক্ষীকে গুলি করে হত্যা করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, ব্যক্তিগত বিরোধের জের ধরে মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগামকে হত্যা করা হয়েছে। 

রোববার (২৯ সেপ্টেম্বর) দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানায়। খবরে বলা হয়েছে, লোহিত সাগরের তীরের শহর জেদ্দায় তাকে গুলি করে হত্যা করা হয়।

 

সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনের এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ‘দুই পবিত্র মসজিদের খাদেমের ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগাম। ’

তবে এর বেশি কিছু বলা হয়নি ওই টুইটে।  এমনকি দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।  

এদিকে মধ্যপ্রাচ্যের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আল ঘাগাম ছিলেন বাদশাহ সালমানের খুবই বিশ্বস্ত দেহরক্ষী। জেদ্দায় তার বন্ধুর বাসায় বেড়াতে গিয়েছিলেন তিনি। আর সেখানেই ‘ব্যক্তিগত বিরোধে’র জেরে তাকে গুলি করে হত্যা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।