ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বন্যার আশঙ্কা বাংলাদেশে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২২ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
ফারাক্কার সব গেট খুলে দিয়েছে ভারত, বন্যার আশঙ্কা বাংলাদেশে

ঢাকা: ভারী বৃষ্টিপাতে ভারতের ১২টি জেলাকে বন্য থেকে রক্ষার জন্য ফরাক্কা ব্যারাজের ১০৯টি লকগেট খুলে দিয়েছে ভারত। 

ফারাক্কার সব গেট খুলে দেওয়ায় পশ্চিবঙ্গের মুর্শিদাবাদের একাংশ ও বাংলাদেশে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া বিষয়টি জানায়।

প্রতিবেদনে বলা হয়, টানা বৃষ্টিপাতে গঙ্গা ছাড়াও মালদা জেলায় প্রায় সমস্ত নদীতে পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। উত্তর প্রদেশ ও বিহারে রেকর্ড বৃষ্টিতে উপচে পড়ছে বাঁধের পানি। এজন্য ফরাক্কা বাঁধের সবকটি লকগেইট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতের কেন্দ্রীয় পানিসম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।