ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অবশেষে খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৩ ঘণ্টা, জুন ৮, ২০২০
অবশেষে খুলে দেওয়া হচ্ছে নিউ ইয়র্ক

করোনার ভয়াল তাণ্ডব স্তিমিতি হয়ে আসায় কয়েক মাসের লকডাউন ও কঠোর বিধিনিষেধের পর অবশেষে নিয়ন্ত্রিত মাত্রায় স্থানীয় সময় সোমবার (৮ জুন) খুলে দেওয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। 

সোমবার (৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।  

খবরে বলা হয়, সোমবার সব ধরনের ব্যবসা-বাণিজ্যের জন্য নিয়ন্ত্রিত মাত্রায় নিউ ইয়র্ক খুলে দেওয়া হচ্ছে।

'প্রথম ধাপের' এই শিথিলতায় নির্মাণ, উৎপাদন খাত ও খুচরা ব্যাবসায় সংশ্লিষ্ট ৪ লাখ কর্মজীবী কাজে যোগ দিতে পারবেন। সাবওয়ে রেল ব্যবস্থা মহামারি শুরুর আগের মতোই নিজেদের ৯৫ শতাংশ কাজকর্ম চালু করতে পারবে।  

কর্মক্ষেত্রগুলোতে করোনা প্রতিরোধে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।  

বিবিসি জানায়, নিউ ইয়র্কে এখন পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ২২ হাজার মানুষের।  

এদিকে বিবিসির আরেক খবরে বলা হয়েছে, শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে ৬৯১ জনের মৃত্যু হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে যা সবচেয়ে কম। সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ ও মৃত্যু শীর্ষ পর্যায় থেকে নামতে শুরু করেছে।  

এপ্রিলের মাঝামাঝি যুক্তরাষ্ট্রে করোনা মহামারি যখন চূড়ার দিকে অবস্থান করছিল তখন দেশটিতে গড়ে দিনে প্রায় ৩ হাজার মানুষের মৃত্যু হচ্ছিল।  

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত আমেরিকায় করোনায় ১ লাখ ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন ১৯ লাখেরও বেশি।  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জুন ০৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।