ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশু চিকিৎসার জন্য ডেকে এনে জোর করে বিয়ে! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
পশু চিকিৎসার জন্য ডেকে এনে জোর করে বিয়ে!  ভারতে পশু চিকিৎসার জন্য ডেকে এনে জোর করে বিয়ে

পশু চিকিৎসার ডেকে আনা হয়েছিল এক পশুচিকিৎসককে। পরে তাকে অপহরণ করে জোর করে বিয়ে দেওয়া হয় এক তরুণীর সঙ্গে।

স্থানীয় সময় মঙ্গলবার(১৪ জুন) ভারতের বিহারের বেগুসরাইতে।  

ভুক্তভোগীর এক আত্মীয় স্থানীয় সংবাদ সংস্থা এএনআইকে বলেন,  মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই পশুচিকিৎসককে ডাকা হয় ।  এরপর ৩ জন তাকে অপহরণ করেন।  পরে আমরা পুলিশের কাছে যাই।

এ ঘটনার পর ওই পশুচিকিৎসকের বাবা থানায় গিয়ে মামলা করেন।   এ নিয়ে বেগুসরাইয়ের এসপি যোগেন্দ্র কুমার বলেন, ওই চিকিৎসকের বাবা থানায় এসে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে।  দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  

 বর অপহরণ করে বিয়ে করা ভারতের বিহার, ঝাড়খণ্ড ও উত্তর প্রদেশের কিছু অঞ্চলে খুবই সাধারণ একটি ঘটনা। এ সব জায়গায় জোর করে বরকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করা হয়। কয়েক বছর আগেও বিহারে এমন আরেকটি ঘটনা ঘটেছিল।  

 ওই সময় স্থানীয় একটি স্টিল প্ল্যান্টের একজন জুনিয়র ম্যানেজারকে মারধর করে এক নারীর সঙ্গে বিয়েতে বাধ্য করা হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ভারতজুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।