ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, আগস্ট ১৩, ২০২২
ফের করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দলটি যোগাযোগ বিভাগের প্রধান এমপি জয়রাম রমেশের একটি টুইট বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

 

টুইট বার্তায় জয়রাম রমেশ বলেন, কংগ্রেস সভানেত্রী শ্রীমতি সোনিয়া গান্ধীপ করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সরকারি প্রটোকল অনুযায়ী তিনি আইসোলেশনে থাকবেন।  

সোনিয়া গান্ধীর কন্যা এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও চলতি সপ্তাহে করোনায় আক্রান্ত হন। এর আগে গত জুনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন সোনিয়া গান্ধী।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।