ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
করোনায় আক্রান্ত জাপানের প্রধানমন্ত্রী  জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। রোববার ( ২১ আগস্ট) তার অফিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

 

জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী শনিবার থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। রোববার তিনি একটি পিসিআর টেস্ট করান। এতে তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।  

দীর্ঘ ছুটি কাটিয়ে সোমবার থেকে অফিস করার কথা ছিল কিশিদার।  

সম্প্রতি জাপানে আবারও করোনার সংক্রমণ বেড়েছে। তবে বিশ্বের অন্যান দেশের দেশের তুলনায় জাপানে করোনায় মৃত্যুর সংখ্যা কম ছিল।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২২
ইআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।