ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনের বিচার করতে চায় ইউক্রেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
পুতিনের বিচার করতে চায় ইউক্রেন  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

ছয় মাস ধরে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। এ যুদ্ধ শুরু করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও দেশটির শীর্ষ সেনা কমান্ডারদের বিচার করতে চায় ইউক্রেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ইউক্রেনের প্রেসিডেন্টের প্রশাসনের উপপ্রধান  আন্দ্রি স্মিরনভের নেতৃত্বে একটি বিশেষ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা করা হচ্ছে। যেটি রাশিয়ার আগ্রাসনের অপরাধ তদন্ত করবে।

 আগ্রাসনের অপরাধ কথাটি ২০১০ সালে রোম সংবিধিতে সংজ্ঞায়িত হয়। তবে রোম সংবিধিতে ইউক্রেন ও রাশিয়া কেউই সমর্থন করে না।    

এরইমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইউক্রেনে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার তদন্ত করছে।

আন্দ্রি স্মিরনভ এএফপিকে বলেন, এই আদালত ইউক্রেন যুদ্ধ যিনি শুরু করেছেন তার ও বাকি অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার একমাত্র উপায়। আগামী বছরই এই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২২
ইআর

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।