ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চ্যাট না করায় কিশোরীকে গুলি! 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
চ্যাট না করায় কিশোরীকে গুলি! 

সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট না করায় এক কিশোরীকে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায়  দুই জনকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে।  

স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ১৬ বছর বয়সী ওই কিশোরীকে তিন জন মিলে গুলি করে। এদের মধ্যে ববি ও পাবন নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তবে এই ঘটনার পরিকল্পনাকারী আরমান আলীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই যুবকের সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চ্যাট করা বন্ধ করে দিয়েছিল ওই তরুণী।  

একজন পুলিশ কর্মকর্তা জানান, গত ২ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ ছিল আরমান আলীর। ছয় মাস আগে মেয়েটি তার চ্যাটের উত্তর দেওয়া বন্ধ করার পরে তিনি হামলার পরিকল্পনা করেছিলেন

গত বৃহস্পতিবার ( ২৫ আগস্ট) দক্ষিণ দিল্লির সঙ্গম বিহার এলাকায় ওই কিশোরীকে গুলি করা হয়। সে তখন স্কুল থেকে বাড়িতে ফিরছিল। ভুক্তভোগী ওই কিশোরী এখন শঙ্কামুক্ত রয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

সূত্র: এনডিটিভি 

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২২
ইআর

 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।