ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
পাকিস্তানে বন্যায় মৃতের সংখ্যা হাজার ছাড়াল  পাকিস্তানে বন্যা

টানা দুই মাস ধরে ভয়াবহ বন্যায় পাকিস্তানে মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে।  দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) রোববার (২৮ আগস্ট) এমনটি জানিয়েছে।

  

সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় পাকিস্তানে ভারী বৃষ্টিপাত ও বন্যায় ১১৯ জনের মৃত্যু হয়েছে।  

ভারতীয় উপমহাদেশ জুড়ে বর্ষা মৌসুম ফসলের সেচের জন্য অপরিহার্য।  তবে প্রতি বছর এতে অনেক ক্ষয়ক্ষতিও হয়।  

কর্মকর্তারা জানান, এই বছরের বন্যায় পাকিস্তানে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। এই বন্যায় ২০ লাখ একর জমির ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া ৩ হাজার ৪৫১ কিলোমিটার রাস্তা ও ১৪৯টি ব্রিজ ভেঙে গেছে।  

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।