কূটনৈতিক বিবাদের পর অবশেষে যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিচ্ছেন চীনের ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (১৭ সেপ্টেম্বর) এই ঘোষণা দিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক বিবৃতিতে বলেন, যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিশেষ প্রতিনিধি ভাইস প্রেসিডেন্ট ওয়াং কিশান আগামী ১৯ সেপ্টেম্বর লন্ডনে অনুষ্ঠিতব্য রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন।
এর আগে চীন সরকারের একটি প্রতিনিধিদলকে লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে রানি দ্বিতীয় এলিজাবেথের কফিনে শ্রদ্ধা নিবেদন করতে বাধা দেওয়া হয়। এ নিয়ে চীনের সঙ্গে যুক্তরাজ্যের কূটনৈতিক বিরোধ তৈরি হয়।
গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন। আগামী সোমবার রাষ্ট্রীয় মর্যাদায় রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্ত করা হবে।
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ইআর