নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত একদিনে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। একজন কর্মকর্তার বরাত দিয়ে শনিবার ( ১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই।
প্রতিবেদনে বলা হয়, আছাম জেলার বিভিন্ন অংশে ভূমিধসের ঘটনা ঘটেছে। যা গত কয়েকদিন ধরে চলা অবিরাম বর্ষণে সৃষ্ট বন্যার কারণে হয়েছে।
আছাম জেলার ভারপ্রাপ্ত প্রধান কর্মকর্তা দীপেশ রিজালের জানান, রাজধানী কাঠমান্ডু থেকে তাদের জেলা প্রায় ৪৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সেখানে গত একদিনে ১৭ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত ১১ জনকে আকাশপথে সুরখেত জেলায় চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। ভূমিধসের পর এখনো তিন জন নিখোঁজ রয়েছেন।
তিনি আরও জানান, পুলিশ সদস্যরা নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
এদিকে ভূমিধসের পর আছাম জেলার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। নেপালে ভূমিধস ও বন্যা খুবই সাধারণ ঘটনা। বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে এ ধরনের দুর্যোগ বেশি ঘটে।
সূত্র: পিটিআই
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘন্টা, সেপ্টেম্বর ১৭, ২০২২
ইআর