ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্দিক বাজারে বিস্ফোরণ

ভবনের সামনে থাকা বাসের ৩৫ যাত্রী আহত, হেলপার নিহত

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ভবনের সামনে থাকা বাসের ৩৫ যাত্রী আহত, হেলপার নিহত

ঢাকা: রাজধানীর সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণে ইতোমধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভবনটির সামনে যানজটে আটকে থাকা একটি বাসের ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জন আহত হয়েছেন এবং বাসটির হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, সদরঘাট থেকে আমাদের সাভার পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো: ব-১৫৪৩২৮) সাভারের উদ্দেশে ৪৮ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে ফুলবাড়িয়ায় যানজটে আটকে ছিল।



এ সময় হঠাৎ ভবনে বিস্ফোরণ ঘটে এবং ভবনের দেয়াল, গ্রিল এসে গাড়িতে আঘাত করে। এতে বাসে থাকা ৪৮ যাত্রীর মধ্যে ৩৫ জন আহত হন। এ সময় বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান বলে জানান সাভার পরিবহনের সুপারভাইজার মনির হোসেন।

আহত যাত্রীদের মধ্যে কমপক্ষে ৮ থেকে ১০ জনের অবস্থা আশঙ্কাকাজনক ছিল বলেও জানান তিনি।

মঙ্গলবার বিকেল পৌনে পাঁচটার দিকে রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে পাশাপাশি দুটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। একটি ভবন সাততলা এবং আরেকটি ভবন পাঁচতলা। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়েছে। আর পাঁচতলা ভবনের নিচতলাও বিধ্বস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এমআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।