ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে পাট চাষিদের সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
গোপালগঞ্জে পাট চাষিদের সমাবেশ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাট চাষিদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত শিকদার ও প্রকল্প পরিচালক একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দীপক কুমার সরকার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পাট কর্মকর্তা মো. লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  

এ সমাবেশে গোপালগঞ্জ সদর উপজেলার ২ শতাধিক পাট চাষি উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিথিরা পাট চাষিদের উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণে বিভিন্ন পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।