ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৫, মে ২৯, ২০২৩
সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের বেলাইচন্ডিতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জিহাদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (২৯ মে) ভোরে এই দুঘটনাটি ঘটে।

নিহত জিহাদ বগুড়া সদর উপজেলার বানদিঘী এলাকার জুয়েল রানার ছেলে।

জানা গেছে, সৈয়দপুর থেকে বালু বোঝাই একটি ট্রাক পার্বতীপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে উল্টে যায়। এসময় সৈয়দপুর থেকে আসা ট্রাকের চালকের সহকারী জিহাদ গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।