ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ১০ জন।

 

শনিবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে এক্সপ্রেসওয়ের মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তির নাম হাবিব (৪৫)। তিনি ওই বাসটির সুপারভাইজার।  

হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. এমরান আলী জানান, রাজধানীর সায়দাবাদ থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় পৌঁছলে দোলা পরিবহনের আরেকটি বাসকে ওভারটেক করার সময় হানিফ পরিবহনকে চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই হানিফ পরিবহনের সুপারভাইজার হাবিব মারা যান। এসময় আহত হন ১০ জন যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।