ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে হোটেল কক্ষে মিলল নরসিংদীর লটকন ব্যবসায়ীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
বরিশালে হোটেল কক্ষে মিলল নরসিংদীর লটকন ব্যবসায়ীর মরদেহ ফাইল ফটো

বরিশাল: বরিশাল নগরের একটি আবাসিক হোটেল থেকে নরসিংদীর এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুলাই) সকালে নগরের পোর্ট রোড হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পেশায় লটকন ব্যবসায়ী ওই যুবকের নাম মো. রানা মিয়া ওরফে শাকিল (২১)। তিনি নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির মো. বাছেদ মিয়ার ছেলে।

কোতোয়ালি মডেল থানার এসআই সুমন বলেন, নরসিংদী থেকে লটকন নিয়ে এসে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে সরবরাহ করতেন তিনি।

গত ২৪ জুলাই ভোর থেকে তিনি পোর্ট রোড এলাকার হোটেল সী প্যালেসের তৃতীয় তলার ২০৯ নং কক্ষে অবস্থান করছেন। খবর পেয়ে সেখানে গিয়ে গামছা দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এসআই সুমন আরও জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা করেছে। তবুও মৃত্যু কারণ আরও নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে।

পোর্ট রোডের ভুইয়া বাণিজ্যালয়ের শ্রমিক মো. আসলাম জানান, মামা জামাল ফোন করে শাকিলকে পায়নি। তখন তাকে ফোন করে শাকিলের খবর নিতে বলেন। তিনি হোটেলে গিয়ে কক্ষের দরজা ধাক্কাধাক্কি করেন। কোনো সাড়া না পেয়ে দরজার ফাঁক দিয়ে উকি মেরে শাকিলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এমএস/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।