ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২৩
সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে মো. ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রেলস্টেশনের ৩০০ গজ উত্তরে ইসলামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইমরান জেলা শহরের গোলাহাট এলাকার মো. জাবেদের ছেলে।  

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বিষয়টি নিশ্চিত
করেছেন।

ইমরানের বাবা জাবেদ জানান, ইমরান মানসিক ভারসাম্যহীন ছিল। বুধবার বিকেল তার ছেলে বাড়ি থেকে বের হন। পরে স্থানীয়দের কাছে শুনে ঘটনাস্থলে গিয়ে ছেলে মরদেহ শনাক্ত করেন।  

ওসি সাকিউল আযম বলেন, সৈয়দপুর থানার ইসলামবাগ এলাকায় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী ‘রূপসা এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।