ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে ভ্যানচালক নিহত

ফরিদপুর: বোয়ালমারীতে ট্রাক-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে এলেম শেখ (৪৫) নামে অটোভ্যান চালক নিহত হয়েছেন।  

সোমবার (২ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদেরদী দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের সামনে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এলেম শেখ পার্শ্ববর্তী মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের ফুলবাড়ী দস্তরদিয়া গ্রামের মৃত জলিল শেখের ছেলে।

জানা গেছে, সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরদী উচ্চবিদ্যালয়ের সামনে বোয়ালমারীগামী একটি ট্রাক (ঝিনাইদহ -ট-১১১৯৫২) বিপরীতমুখী অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক এলেম শেখ  ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। এ সময় দ্রুতগামী ট্রাকটি পালানোর চেষ্টাকালে ফরিদপুরগামী একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো -৩৭৭৬৩৭) সঙ্গে ট্রাকটির ফের সংঘর্ষ হয় এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ট্রাক ও প্রাইভেটকারের চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় ট্রাকের চালকের সহযোগী রাজু মিয়াকে (২৮) স্থানীয়রা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে।  

খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার শিকার এলেম শেখকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মাসুম তাকে মৃত বলে ঘোষণা করেন।  

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘাতক ট্রাক ও প্রাইভেট কার জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।