ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শ্রীলঙ্কার কাছে আইওআরএর চেয়ারশিপ হস্তান্তর করল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
শ্রীলঙ্কার কাছে আইওআরএর চেয়ারশিপ হস্তান্তর করল বাংলাদেশ

ঢাকা: শ্রীলঙ্কার কাছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) চেয়ারশিপ হস্তান্তর করেছে বাংলাদেশ।

আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব পালন করবে শ্রীলঙ্কা।

আর ভাইস-চেয়ার নির্বাচিত হয়েছে ভারত।

বুধবার (১১ অক্টোবর) কলম্বোতে আইওআরএর ২৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শ্রীলঙ্কার কাছে চেয়ারশিপ হস্তান্তর করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বোতে বাংলাদেশের পক্ষ থেকে শ্রীলঙ্কার কাছে আইওআরএর চেয়ারশিপ হস্তান্তরের মাধ্যমে সভা শুরু হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আইওআরএর উদ্বোধনী বিবৃতিতে শ্রীলঙ্কাকে ২০২৩-২৫ সময়ের জন্য অ্যাসোসিয়েশনের ইনকামিং চেয়ার এবং ভারতকে ভাইস-চেয়ার হিসেবে অভিনন্দন জানান।

ভারত মহাসাগরকে আশার বাতিঘর হিসেবে উল্লেখ করে ড. মোমেন আইওআরএর কার্যক্রমের ওপর জোর দেন।

তিনি বলেন, একটি নিরাপদ পদ্ধতির মাধ্যমে ভারত মহাসাগর পরিচালনা করা আবশ্যক।

সভায় বাংলাদেশের পক্ষ থেকে মোমেন ডায়ালগ পার্টনার এবং আইওআরএর সদস্য রাষ্ট্রগুলোকে এ অঞ্চলের উন্নয়ন কর্মসূচির পৃষ্ঠপোষকতা করার আহ্বান জানান।  

মোমেন আইওআরএর সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

এই অঞ্চলে শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতার জন্য একটি মূল চালিকা শক্তি হিসেবে কাজ করবে আইওআরএ বলে আশাবাদ ব্যক্ত করেন ড. মোমেন।

প্রসঙ্গত, ২০২১-২৩ মেয়াদে আইওআরএর চেয়ারের দায়িত্ব পালন করেছে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২৩
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।