ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
নেত্রকোনায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

: শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের (আট আইটি) আওতায় বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালনায় নেত্রকোনায় ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।  

রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের (ভার্চ্যুয়াল) মাধ্যমে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামছুল আরেফিন এর উদ্বোধন।

নেত্রকোণা জেলা প্রশাসক (ডিসি) শাহেদ পারভেজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (এনডিসি) জি এস এম জাফর উল্লাহ্, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোস্তফা কামাল।

এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও আইসিটি বিষয়ক অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাসসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।