ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বিমানবন্দরে প্রস্তুতি সম্পন্ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানাতে বিমানবন্দরে প্রস্তুতি সম্পন্ন

ঢাকা: আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে আগত বিদেশি পর্যবেক্ষক, প্রতিনিধি এবং সাংবাদিকদের গ্রহণ করার জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিদেশ থেকে আগত প্রতিনিধিদের জন্য বিশেষভাবে বিমানবন্দর অভ্যর্থনা লাউঞ্জ স্থাপন করা হয়েছে।

অভ্যর্থনা লাউঞ্জের দিকে অগ্রসর হওয়ার জন্য প্রচুর সংখ্যক দিকচিহ্ন দেওয়া হয়েছে। এছাড়া তাদের সহায়তা করার জন্য তথ্য প্যাকেজ এবং সেবাদানকারী কর্মকর্তারা প্রস্তুত থাকবেন।

উল্লেখ্য, আগামী জাতীয় নির্বাচনে ৩৫টি দেশ থেকে প্রায় ১৮০ জন নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশনে আবেদন করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক প্রতিনিধি বাংলাদেশে আসবেন।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।