ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজা নিহত হয়েছেন।

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার পাচঁমাইল এলাকায় ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন-একই উপজেলার সাধুহাটী ইউনিয়নের রাঙ্গীয়ারপোতা গ্রামের আলী হোসেন (৬০) ও তার ভাই গোলাম নবীর ছেলে মাহফুজুর রহমান (২০)।

৪ নম্বর সাধুহাটী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মুকুল হোসেন জানান, আলী ও তার ভাতিজা মাহফুজ আলমসাধুতে (তিন চাকার বাহন) করে বাড়ি থেকে পাটকাঠি আনতে ফুরদপুর যাচ্ছিলেন। পথে পাঁচমাইল এলাকায় পৌঁছালে আলমসাধুটি রাস্তার ওপর উল্টে যায়। এসময় পেছন থেকে একটি পিকআপ ভ্যান আলমসাধুটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চাচা-ভাতিজা মারা যান।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।  

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।

এ নিয়ে গত তিনদিনের ব্যবধানে ঝিনাইদহ সদর ও মহেশপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হলেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।