ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জুরাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৪
জুরাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঢাকা: রাজধানীর জুরাইন এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই তাকে হাসপাতালে নিয়ে আসা উদ্ধারকারীরা তার নাম-ঠিকানা জানাতে পারেনি।

তার বয়স হবে আনুমানিক ৪০ বছর।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জুরাইন সেতু মার্কেটের পাশের রেললাইনে এই ঘটনাটি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিকেল সাড়ে ৫টার দিকে ওই যুবক মারা যান।

তাকে হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা যুবক আকাশ চৌধুরী জানান, জুরাইন সেতু মার্কেটের পাশের রেললাইনে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি এখন ঢাকা রেলওয়ে থানা পুলিশ দেখবে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৪
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।