ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, ফেব্রুয়ারি ১০, ২০২৪
গাইবান্ধায় চাচার ছুরিকাঘাতে প্রাণ গেল ভাতিজার প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধা সদরে জমি নিয়ে বিরোধের জেরে চাচা মোকছেদুল ইসলামের ছুরিকাঘাতে ভাতিজা মাহফুজুর রহমান নিহত হয়েছেন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মাহফুজুর রহমান ওই গ্রামের তাহের মুন্সির ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে চাচা মোকছেদুলের সঙ্গে ভাতিজা মাহফুজুরের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে আজ বিকেলে দুজনার মধ্যে বাগ-বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে মোকছেদুল ধারালো ছুরি দিয়ে ভাতিজা মাহফুজুরের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। স্বজনরা মাহফুজুরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।