ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
ঢামেকে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম নুরুল ইসলাম মুন্সি (৪৭)।

বরিশাল কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন তিনি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ।

তিনি জানান, নুরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গোমা গ্রামে। বাবার নাম মোবারক আলী মুন্সি। যাবজ্জীন সাজাপ্রাপ্ত ছিলেন তিনি। চিকিৎসার জন্য গত ২৩ জানুয়ারি বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে ঢাকায় পাঠানো হয়। এরপর ২৭ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেলে এনে ভর্তি করা হয়।  

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২৪
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।