ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বন্ধ ঘরে মিলল গৃহবধূর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
সিলেটে বন্ধ ঘরে মিলল গৃহবধূর মরদেহ প্রতীকী ছবি

সিলেট: সিলেটের শাহজালাল উপশহরের তালাবদ্ধ বাসা থেকে সুমাইয়া জান্নাত সুমি (২২) নামে এক গৃহবধূর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) নগরের উপশহর  ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সুমাইয়া জান্নাত সুমির পিত্রালয় সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন কুচাই গ্রামে। তার স্বামী ফ্রান্স প্রবাসী। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ কিছুদিন আগে উপশহরের ই ব্লকের ৭ নং রোডের ২৫ নং বাসার ৩ তলার একটি ইউনিট ভাড়া নিয়েছেন। তিনি বেশিরভাগ সময় একাই বাসায় থাকতেন। মাঝে-মধ্যে তার এক ছোট ভাই ও এক ছোট বোন তার সঙ্গে থাকতেন। কয়েকদিন ধরে তার ঘরের দরজা বন্ধ দেখতে পান প্রতিবেশীরা।

মঙ্গলবার সন্ধ্যার ঘর থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসার দরজা ভেঙে গলিত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, মরদেহটি পচে গেছে। যে কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি-না দেখার উপায় নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে হত্যার পর মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা ক্লু উদঘাটনের চেষ্টা করেছি।  

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বাসার তত্ত্বাবধায়ককে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৪
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।