ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
চকবাজারে রাসায়নিকের গুদামে আগুন নিয়ন্ত্রণে

ঢাকা: আড়াই ঘণ্টার চেষ্টায় পুরান ঢাকায় চকবাজার ইসলামবাগ এলাকার রাসায়নিকের গোডাউনের লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসে ৬টা ৪৫ মিনিটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তিনি জানান, শনিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি ভবনে আগুন লেগেছে। ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় মোট নয়টি ইউনিট।

তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি। ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গেছেন। তারা পরিদর্শন করবেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান রাশেদ বিন খালিদ।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৪
এমএমআই/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।