ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মতিঝিল-কমলাপুর রুটে মেট্রোরেল চলাচলের বিষয়ে যা জানালো ডিএমটিসিএল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
মতিঝিল-কমলাপুর রুটে মেট্রোরেল চলাচলের বিষয়ে যা জানালো ডিএমটিসিএল

ঢাকা: মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর মতিঝিল-কমলাপুর রুটে ভায়াডাক্ট স্থাপনের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী বছরের জুনের মধ্যে এ অংশে মেট্রোরেল চলাচল শুরুর প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রত্যাশার কথা জানান ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, আমরা গত ২৩ মার্চ থেকে ভায়াডাক্ট সংযোজন শুরু করেছি। আপনারা মতিঝিল অংশে যদি যান তাহলে দেখতে পারবেন, ভায়াডাক্ট আস্তে আস্তে মতিঝিল স্টেশন পার হয়ে কমলাপুরের দিকে যাওয়া শুরু করেছে। ইতোমধ্যে আমরা তিনটি ভায়াডাক্টের সংযোজন সম্পন্ন করেছি। এখন এ সংযোজন কার্যক্রমটি আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে। আমরা প্রত্যাশা করছি ২০২৫ সালের জুনের মধ্যে এ অংশে মেট্রোরেল চলাচল শুরু করতে পারবো।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।