ঢাকা, শুক্রবার, ২৪ আশ্বিন ১৪৩২, ১০ অক্টোবর ২০২৫, ১৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শ্রীলঙ্কায় নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, জুন ২৬, ২০২৪
শ্রীলঙ্কায় নতুন হাইকমিশনার আন্দালিব ইলিয়াস আন্দালিব ইলিয়াস

ঢাকা: শ্রীলঙ্কায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে আন্দালিব ইলিয়াসকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  তিনি তারেক মো. আরিফুল ইসলামের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন।

 

বুধবার (২৬ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্দালিব ইলিয়াস বিসিএস (ফরেন অ্যাফেয়ার্স) ক্যাডারের ২০তম ব্যাচের একজন কূটনীতিক। ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে তিনি যোগদান করেন। বর্তমানে তিনি ভারতের কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন, ম্যানিলা, ব্রাসেলসের বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

আন্দালিব ইলিয়াস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএসএস ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি দেশে ও বিদেশে বেশ কিছু পেশাগত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগত জীবনে আন্দালিব ইলিয়াস বিবাহিত এবং তার দুটি কন্যাসন্তান রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জুন ২৬, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।