ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মোংলায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী দুই ভাই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
মোংলায় আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী দুই ভাই আটক

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় দুইটি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন ও তার ভাই ফিরোজ আহমেদকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে মঙ্গলবার রাতে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা।

আটক সাদ্দম হোসেন ও ফিরোজ আহমেদ মোংলা পৌরসভার সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে। তারা দুজনই যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

লেফটেন্যান্ট সিয়াম-উল-হক জানান, বাংলাদেশ কোস্টগার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর যৌথ অভিযানে দুই ভাইকে আটক করা হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে একটি অবৈধ বিদেশি শটগান, একটি একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ ও নগদ এক লাখ টাকা জব্দ করা হয়।

জব্দ অস্ত্র ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।