ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

৭ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
৭ দিনের আল্টিমেটাম দিয়ে সড়ক ছাড়লেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা

ঢাকা: আওয়ামী লীগের নিবন্ধন বাতিলসহ ৩ দফা দাবি আদায়ে বর্তমান অন্তর্বর্তী সরকারকে ৭ দিনের আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ সময়ের মধ্যে দাবি আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে আগামী ২৯ ডিসেম্বর সচিবালয় ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালনেরও হুঁশিয়ারি দিয়েছে প্ল্যাটফর্মটি।

রোববার (২২ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা করে কাকরাইল মসজিদ মোড় থেকে অবস্থান তুলে নেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রতিনিধির কাছে দাবির কাগজ তুলে দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি বলেন, আমরা প্রধান উপদেষ্টার পাঠানো প্রতিনিধির কাছে আমাদের দাবি তুলে ধরেছি। তিনি আমাদের আশ্বস্ত করেন, তিনি দাবির বিষয়ে প্রধান উদেষ্টার সঙ্গে কথা বলবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা বর্তমান সরকারকে ৭ দিন সময় দিচ্ছি। সাতদিনের মধ্যে আমাদের তিন দফা দাবি আদায়ে ব্যবস্থা গ্রহণ না করা হলে আগামী ২৯ ডিসেম্বর দুপুর ১টায় আমরা সচিবালয় ঘেরাও অবস্থান কর্মসূচি পালন করবো।

এর আগে দুপুর সাড়ে ১২টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন। মিছিলটি মৎস্যভবন হয়ে দুপুর ১টার দিকে কাকরাইল মসজিদ মোড়ে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে।

এ সময় পুলিশ ও এপিবিএন এর সদস্যদের যমুনা অভিমুখে যাওয়ার রাস্তার দুই পাশেই ব্যারিকেড দিতে দেখা যায়। পরে ইনকিলাম মঞ্চের নেতাকর্মীরা ডানপাশের রাস্তার একপাশে বসে পড়েন। তবে তখন রাস্তার দুই পাশেই যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। পরে বিকাল সাড়ে ৩টায় তারা কাকরাইল মসজিদ মোড় অবরোধ করেন।

তাদের তিন দাবি হলো-

১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্র জনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সকল সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সব জুলাই যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।